
অবশ্যই সঠিক তথ্য দিয়ে ফর্মটি পুরোন করবেন! ভুল তথ্যের কারনে আপনার রেজিষ্ট্রেশন বাতিল বলে গণনা করা হবে।
⭕Solo Match নিয়মাবলিঃ
🔰 ফর্মে দেয়া নাম্বারে আপনাকে Custom Room এর “Id & password ” দিয়ে দেয়া হবে।
🔰 মনে রাখবেন, Solo Match এ অন্য কাউকে ইনভাইট দিবেন না।
🔰 Room এ ঢুকার পর ম্যাচ স্টার্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। Solo Match হবে (৮ই অক্টোবর, সকাল ১০ঃ০০), নির্দিষ্ট সময়েই ম্যাচ শুরু করা হবে। তাই সবাইকে ১৫ মিনিট পূর্বেই Game এ ঢুকতে হবে।
⭕Squad Match নিয়মাবলিঃ
🔰 ফর্মে দেয়া টিম লিডার এর নাম্বারে Custom Room এর “Id & password ” দিয়ে দেয়া হবে।
🔰 Custom Room এ ঢুকার পর শুধুমাত্র আপনার টিম মেম্বারদের কেই ইনভাইট দিবেন। বাহিরের কাউকে ইনভাইট দিলে আপনাকে রুম থেকে বের করে দেয়া হবে। এক্ষেত্রে কোন অভিযোগ গ্রহনযোগ্য না।
🔰 Room এ ঢুকার পর ম্যাচ স্টার্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। Squad Match হবে (৮ই অক্টোবর, বিকাল ৪ঃ০০), নির্দিষ্ট সময়েই ম্যাচ শুরু করা হবে। তাই সবাইকে ১৫ মিনিট পূর্বেই Game এ ঢুকতে হবে।
এছাড়াও বিশেষ কোনো প্রশ্ন থাকলে আমাদের Fb group; https://www.facebook.com/groups/165772702378773/ এ জয়েন করে, আপনার প্রশ্ন লিখে পোস্ট করতে পারেন, আমরা উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ।
প্রতি মাসে ২বার আমরা এরকম টুর্নামেন্টের আয়োজন করে থাকি, যার সকল তথ্য আমাদের গ্রুপে শেয়ার করা হয়। তাই আপনার সকল ফ্রি-ফায়ার ফ্রেন্ডকে আমাদের গ্রুপে ইনভাইট করতে অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ।